![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F7d670c56-03d0-409c-8200-842e3df0cddc%252FFaridpur_DH0539_20200925_faridpur_pic_12.jpg%3Frect%3D0%252C59%252C4032%252C2117%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
জাফরউল্যার ঘোষিত নৌকার প্রার্থী সোনার নৌকা নিয়ে যোগ দিলেন নিক্সন শিবিরে
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ উপনির্বাচন। আগামী ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাওয়া এই উপনির্বাচন গত ২৪ ঘণ্টায় বহু নাটকীয় ঘটনার জন্ম দিয়েছে। পাশার দানের মতো উল্টে গেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির বড় ঘুঁটি। আজ ‘নাটকের’ শেষের চমকটি একদিকে যেমন এলাকায় রাজনীতি নিয়ে চায়ের টেবিলের আলোচনা সরগরম করে তুলেছে, অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগের বড় দুইটি শিবিরকে এনেছে মুখোমুখি উত্তাপের কাছাকাছি।
নাটকের প্রথম অঙ্ক মঞ্চস্থ হয় গত ১২ ডিসেম্বর। ওই দিন চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কাউসার হোসেনের নাম ঘোষণা দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরউল্যা। ১৫ ডিসেম্বর ফরিদপুর-৪ আসনের সাংসদ মুজিবর রহমান চৌধুরী নিক্সন নিজের সমর্থিত প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার আলী মোল্লার নাম ঘোষণা করেন।