লালমনিরহাটের আদিতমারী উপজেলায় বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রফুল্য কুমার (৫০) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বড় কমলাবাড়ি উত্তরটারী গ্রামের বিলে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত শষীকান্তের ছেলে। স্থানীয়রা জানান, টানা বৃষ্টির কারণে কৃষি জমিতে কাজ না থাকায় দিনমজুর প্রফুল্য কুমার বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায়।
এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের ঘটনা ঘটলে বজ্রের আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ওই বিলে কাজে গিয়ে প্রফুল্যের মরদেহ দেখতে পেয়ে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আলাল উদ্দিন আলাল বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.