বিশ্বখ্যাত কার্নিভ্যাল স্থগিত করল ব্রাজিল
প্রতিবছর আলো ঝলমলে কার্নিভ্যাল প্যারেডে উজ্জ্বল হয়ে ওঠে ব্রাজিলের রিও ডি জেনিরো শহর। রং-বেরঙের পোশাকে রাতভর চলে ঐতিহ্যবাহী সাম্বা নাচ। মনোহরী এ আয়োজন দেখতে প্রতিবছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে সমুদ্রপাড়ের শহরটিতে হাজির হন লাখ লাখ পর্যটক। তবে এবার সেই আনন্দ কেড়ে নিল করোনাভাইরাস মহামারি। ব্রাজিলে নিয়ন্ত্রণহীন সংক্রমণের কারণে আগামী ফেব্রুয়ারিতে কার্নিভ্যাল প্যারেড স্থগিত করেছেন আয়োজকরা।
প্রতিবছর রিও শহরে কার্নিভ্যালের আয়োজন করে ইন্ডিপেন্ডেন্ট লিগ অব রিও ডি জেনিরো সাম্বা স্কুলস (লাইসা)। বৃহস্পতিবার সংগঠনটির সভাপতি জর্জি কাস্তানহেরা বলেছেন, ‘আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই অনুষ্ঠান স্থগিত করতেই হবে। ভ্যাকসিন না থাকলে কার্নিভ্যাল আয়োজন কঠিন। পর্যাপ্ত সুরক্ষা ছাড়া কার্নিভ্যাল হওয়ার কোনও উপায় নেই।’