পাকিস্তানে তালেবানের হামলায় ৪ সেনা নিহত

যুগান্তর পাকিস্তান প্রকাশিত: ০৯ মার্চ ২০২৫, ২২:২৪

পাকিস্তানের উত্তরপশ্চিমাঞ্চলের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে স্থানীয় তালেবানের হামলায় দেশটির আধা-সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন। প্রদেশের একটি নিরাপত্তা তল্লাশি চৌকিতে তালেবানের অতর্কিত হামলায় সেনাদের প্রাণহানি ঘটেছে বলে রোববার পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন।


ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের খুররাম জেলায় তালেবানের হামলায় চার সেনা নিহত হয়েছেন। পাকিস্তানের এই প্রদেশের সঙ্গে আফগানিস্তানের সীমান্ত রয়েছে। দুই দেশের সীমান্ত লাগোয়া ওই এলাকায় সাম্প্রতিক বছরগুলোতে সহিংসতা বৃদ্ধি পেয়েছে।


গণমাধ্যমের সঙ্গে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশে অস্বীকৃতি জানিয়ে পুলিশের এক কর্মকর্তা এএফপিকে বলেছেন, রোববার সকালের দিকে ভারী অস্ত্রে সজ্জিত গোষ্ঠী নিরাপত্তা তল্লাশি চৌকিতে হামলা চালিয়েছেন।


তিনি বলেন, হামলায় আধা-সামরিক বাহিনীর অন্তত চার সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও সাতজন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও