![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2020/09/24/image-184491.jpg)
ঘরোয়া কাজে টুথপেস্টের ব্যবহার
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৮
দাঁত ও মুখ পরিষ্কার রাখার অন্যতম স্বাস্থ্যকর উপায় টুথপেস্ট দিতে দাঁত মাজা। প্রাত্যহিক জীবনে টুথপেস্ট খুব সাধারণ একটি সামগ্রী। শুধু দাঁত পরিষ্কার করতেই যে টুথপেস্ট ব্যবহার করা হয়, তা নয়। ঘরের একাধিক কাজে ব্যবহার হতে পারে টুথপেস্ট। রোজ ব্যবহার করলে চামড়ার জুতোয় দাগ পড়ে। অনেকসময় অনেক চেষ্টাতেও সেই দাগ মেটে না।