![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fe0f3083f-6b54-4c40-966e-47fb9257c04a%252F072108RANGPUR_DH0576_20200920_TARAGONJ_NOKSHA__1_.JPG%3Frect%3D0%252C38%252C1280%252C672%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
করোনাকালে বাড়তি আয় নারীদের, সংসারে স্বস্তি
করোনাকালে কর্মহীন হয়ে অনেকে অর্ধাহারে–অনাহারে রয়েছেন। তবে ফেন্সি খাতুন, তহমিনা বেগম, বিউটি খাতুনের সংসারে করোনা তেমন প্রভাব ফেলতে পারেনি। কারণ, তাঁরা সেলাই ও শাড়িতে নকশা করে সংসারে বাড়তি টাকা আয় করছেন।
তাঁদের বাড়ি রংপুরের তারাগঞ্জ উপজেলায়। তাঁদের মতো উপজেলার পাঁচটি ইউনিয়নের পাঁচ শতাধিক নারী সেলাই ও শাড়িতে নকশা তোলার কাজ করে দারিদ্র্যকে জয় করেছেন। সংসারে এনেছেন সচ্ছলতা।