![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/24/8551e9f391e3f56eeaffb05bbad676c6-5f6beee16e938.jpg?jadewits_media_id=690036)
যশোর সদর উপজেলার চেয়ারম্যান পদে চারজনের মনোনয়নপত্র জমা
যশোর সদর উপজেলার চেয়ারম্যানের শূন্য পদে আওয়ামী লীগ ও বিএনপিসহ চার প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। বুধবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়।
জেলা সিনিয়র নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবীর সন্ধ্যায় এই চারজনের মনোনয়নপত্র জমা দেওয়ার তথ্য নিশ্চিত করেছেন।
- ট্যাগ:
- বাংলাদেশ
- মনোয়নপত্র
- উপজেলা চেয়ারম্যান