কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘ইউজিসির শুনানিতে অংশ না নিয়ে সরকারকে চ্যালেঞ্জ করেছেন উপাচার্য’

বাংলা ট্রিবিউন রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:১৫

অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ডাকা শুনানিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান অংশগ্রহণ না করায় হতাশ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী সিনিয়র শিক্ষকরা। তারা বলছেন উপাচার্যের উচিত ছিল শুনানিতে অংশ নেওয়া। তার শুনানিতে অংশ না নেওয়ার বিশ্ববিদ্যালয়ের জন্য লস অব ফেস হতে পারে। যেহেতু সরকারের আদিষ্ট হয়ে ইউজিসি এ তদন্ত করছে, সেক্ষেত্রে সেখানে না যাওয়ার মাধ্যমে সরকারকে তিনি চ্যালেঞ্জ করেছেন। সরাসরি সরকার তদন্ত কমিটি গঠন করলে সেটি বিশ্ববিদ্যালয়ের জন্য অধিকতর মানহানিকর হতো বলেও মনে করেন তারা।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক দুলাল চন্দ্র বিশ্বাস বলেন, উপাচার্যের শুনানিতে অংশ নেওয়া উচিত ছিল। এতে করে দুই পক্ষের তথ্য উপস্থাপনের ফলে সত্য তথ্য বেরিয়ে আসতো। শুনানিতে না যাওয়ার ফলে যারা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেছে তাদের অবস্থান আরও শক্তিশালী হলো। একদিক থেকে উপাচার্যের শুনানিতে অংশ না নেওয়া প্রধানমন্ত্রীর নির্দেশকেও অবমাননা করার শামিল বলেও মনে করেন প্রগতিশীল শিক্ষক সমাজের এ সদস্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও