![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-347894-1600875017.jpg)
একসঙ্গে ৩ সন্তান প্রসব করলেন চাটমোহরের সাবিনা
পাবনার চাটমোহরে সাবিনা খাতুন নামে এক নারী তিন সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলার ভাদুনগর মোড় এলাকার বন্ধন ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে এই তিন সন্তানের জন্ম দেন তিনি।
সাবিনা উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের বালুদিয়ার গ্রামের জাহাঙ্গীর হোসেনের স্ত্রী। তিন সন্তানের মধ্যে দুটি ছেলে ও একটি মেয়ে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।