You have reached your daily news limit

Please log in to continue


ওয়ার্ড কাউন্সিলর শফিকুলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা

রাজধানীর মোহাম্মদপুরে ‘চাঁদার টাকা না পেয়ে’ ব্যবসায়ী, তাঁর বাবাসহ দোকানের কর্মচারীদের মারধরের অভিযোগে মামলা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম সেন্টুর বিরুদ্ধে। তরিকুল ইসলাম নামের ওই ব্যবসায়ী গতকাল মঙ্গলবার রাতে ওয়ার্ড কাউন্সিলর শফিকুলসহ আটজনের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় এ মামলা করেন। এজাহারভুক্ত অন্য আসামিরা হলেন সেলিম, ব্যবসায়ী সমিতির নেতা বাবুল, আবুল মণ্ডল, মো. সালাম, মো. লাবু, মো. চৌধুরী ও মো. মোহন। আজ বুধবার মোহাম্মদপুর থানার পুলিশ জানায়, মোহাম্মদপুরের টাউন হল বাজারে ‘সিঙ্গাপুর জুস অ্যান্ড কফি বার’ নামে একটি দোকান চালান তরিকুল। তাঁর অভিযোগ, ২০ সেপ্টেম্বর দুপুরে কাউন্সিলর শফিকুল তাঁর অফিসের কর্মচারী কামরুলকে দোকানে পাঠিয়ে পাঁচ লাখ টাকা নিয়ে কাউন্সিলরের সঙ্গে তরিকুলকে দেখা করতে বলেন। কিন্তু তরিকুল চাঁদা দিতে রাজি না হওয়ায় পরদিন সকালে কাউন্সিলর শফিকুল দলবল নিয়ে ওই দোকানে গিয়ে তরিকুল ও তাঁর কর্মচারীদের ‘মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে’ বলে অভিযোগ করা হয়েছে মামলায়। শফিকুল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন