ঢালাইয়ের ৭ দিনের মাথায় পিচ উঠে যাওয়া সড়ক পরিদর্শনে দুদক

যুগান্তর যশোর প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯

নির্মাণের সাত দিনের মাথায় উঠে গেছে ১৯ কোটি টাকার রাস্তা। ২২ কিলোমিটার রাস্তার মাত্র তিন কিলোমিটার শেষ হওয়ার পর বিভিন্ন স্থানে তা উঠে গেছে। এমন খবর জনপ্রিয় দৈনিক যুগান্তরে প্রকাশের পর সেই রাস্তাটি পরিদর্শন করেছে দুর্নীতি দমন কমিশনের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের একটি প্রতিনিধিদল।


মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়কটির বিভিন্ন স্থান পরিদর্শন করে। এ সময় দুদকের যশোর সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নাজমুস সাদাত বলেন, দেখেই বোঝা যাচ্ছে সড়কটিতে নিম্নমানের কাজ হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও