মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে তেহরানের সঙ্গে অস্ত্র বাণিজ্য করবে মস্কো
ইরানের ওপর থেকে অস্ত্র নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর তেহরানের সঙ্গে অস্ত্র বাণিজ্য করতে প্রস্তুত আছে মস্কো। তখন আমেরিকা যদি নিষেধাজ্ঞা আরোপ করে তবে তা মানবে না রাশিয়া। এ ধরনের নিষেধাজ্ঞা মস্কো ও তেহরানের মধ্যকার ক্রমবর্ধমান সহযোগিতাকে ঠেকিয়ে রাখতে পারবে না বলে জানিয়েছে রাশিয়া।
রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ রুশ বার্তা সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমরা এ ধরনের নিষেধাজ্ঞার ভয়ে ভীত নই, আমরা এগুলো দেখে অভ্যস্ত। মস্কো-তেহরান প্রতিরক্ষা সহযোগিতা মার্কিন যেকোনো ধরনের সীমাবদ্ধতার ঊর্ধ্বে থাকবে।’
রিয়াবকভ আরো বলেন, ‘ইরানের ওপর মার্কিন অস্ত্র নিষেধাজ্ঞা কোনোভাবেই আমাদের নীতির ওপর প্রভাব ফেলতে পারবে না। ইরানের সঙ্গে আমাদের প্রতিরক্ষা সহযোগিতা নির্ভর করবে দুই দেশের প্রয়োজন এবং পারস্পরিক ইচ্ছের ওপর। অন্য কারো নির্বাহী আদেশ আমাদের দৃষ্টিভঙ্গিকে পাল্টাতে পারবে না।’