তিন দফা দাবি, ভারতে বিরোধী দলগুলোর রাজ্যসভা বর্জন
গণতন্ত্র হত্যার প্রতিবাদ জানিয়ে কৃষি বিল নিয়ে চাপ বাড়াতে রাজ্যসভা বয়কটের সিদ্ধান্ত নিলেন বিরোধীরা। আজ মঙ্গলবার সকালেই রাজ্যসভায় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ সরকারকে তিন দফা শর্তের কথা জানিয়ে সভা বয়কটের কথা জানান। তিনি বলেন, তিন দফা দাবি পূরণ না হলে তাঁরা চলতি অধিবেশনে আর সভায় যোগ দেবেন না।
তিন দফা দাবি হলো, বেসরকারি দেশি বা বহুজাতিক সংস্থা কেউই সরকারের বেঁধে দেওয়া সহায়ক মূল্যের কম দামে কোনো ফসল কিনতে পারবে না। এই শর্ত হয় পাস হওয়া বিলে রাখতে হবে নতুবা নতুন আইন আনতে হবে। দ্বিতীয় শর্ত, সরকারকে সহায়ক মূল্য স্থির করতে হবে স্বামীনাথন কমিশনের সুপারিশ মেনে। তৃতীয় শর্ত, ৮ সাংসদের সাসপেনশন প্রত্যাহার করতে হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে
৯ মাস, ২ সপ্তাহ আগে