কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘রিফ্লেক্সোলজি হতে পারে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায়’

বণিক বার্তা প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১৮:৩২

মাত্রাতিরিক্ত চাপে থাকা স্বাস্থ্যসেবা ব্যবস্থায় শুধু অ্যালোপ্যাথি দিয়ে সবার জন্য স্বাস্থ্য নিশ্চিত করা অসম্ভব। এর জন্য চাই বৃহত্তর পরিসরে ‘রিফ্লেক্সোলজি’ এর মত জনমুখী স্বাস্থ্যসেবা পদ্ধতির প্রসার। পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং স্ব-চিকিৎসা উপযোগী এ পদ্ধতিটি নানা শারীরিক ও মানসিক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই রিফ্লেক্সোলজি হয়ে উঠতে পারে সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষার অন্যতম উপায়।

‘রিফ্লেক্সোলজি : ধারণা ও প্রয়োগ’ নামে একটি বইয়ের প্রকাশনা উৎসবে উপস্থিত বক্তারা এসব কথা বলেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ‘হারমনি ট্রাস্ট’ প্রকাশিত বইটির অনলাইন প্রকাশনা উৎসবটি গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হয়ে চলে রাত সোয়া ৯টা পর্যন্ত।

সংগঠনটির ফেসবুক পেজে প্রচারিত লাইভ ইভেন্টটিতে অতিথি হিসেবে যুক্ত হয়েছিলেন বিএমএ’র সাবেক সভাপতি ও বিএসএমএমইউ এর প্রাক্তন উপ-উপাচার্য অধ্যাপক ডা. রশিদ-ই-মাহবুব, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, আইইডিসিআর এর উপদেষ্টা ডা. এম মুশতাক হোসেন, বিশিষ্ট লেখক ও প্রবীণ সাংবাদিক সোহরাব হাসান, সিআইডি এর ডিআইজি (সাইবার পুলিশ) মো. শাহ আলম, বিশিষ্ট নৃবিজ্ঞানী অধ্যাপক ড.আইনুন্নাহার, বিশিষ্ট প্রতিবেশ গবেষক ও উন্নয়ন সংস্থা সিএনআরএস এর প্রধান নির্বাহী ড. এম. মোখলেসুর রহমান, উন্নয়ন চিন্তাবিদ জ্যোতি চট্টোপাধ্যায় প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও