You have reached your daily news limit

Please log in to continue


অনুরাগ কাশ্যপের পাশে দাঁড়ালেন ইরফান-পুত্র বাবিল!

অভিনেত্রী পায়েল ঘোষ (Payal Ghosh) প্রখ্যাত পরিচালক অনুরাগ কাশ্যপের (Anurag Kashyap) বিরুদ্ধে এনেছেন MeToo-র অভিযোগ। এই খবর প্রকাশ্যে আসার পর ইন্ডাস্ট্রির বহু নায়িকাই অনুরাগের পাশে এসে দাঁড়িয়েছেন। এবার পরিচালকের হয়ে কথা বললেন প্রয়াত অভিনেতা ইরফান খানের (Irrfan Khan) ছেলে বাবিল (Babil)। ইনস্টাগ্রামে পোস্ট করা তাঁর বক্তব্যে বাবিল লিখেছেন, ‘এটা ভীষণই লজ্জাজনক যে #MeToo-র মতো একটি গুরুত্বপূর্ণ আন্দোলনের এ ভাবে অপব্যবহার করা হচ্ছে। একজন মানুষকে বদনাম করার জন্যে এই আন্দোলনকে হাতিয়ার করা হচ্ছে। তাও এমন একজন মানুষ যিনি সব সময়ে পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রিতে সম অধিকারের জন্যে লড়াই করে এসেছেন। আমরা এখন এমন একটা সময়ে বাস করছি, যেখানে ইচ্ছেমতো সত্যি তৈরি করা যায়। যেটা আদতে সত্যি তার কথা ভাবা হয় না। আশা করি একদিন এর থেকে আমরা বেরিয়ে আসতে পারব।’
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন