কেন মানুষ ‘প্যানিক বাইং’ করে?
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২০, ১২:৪৫
সম্প্রতি ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণা বাজারে পেঁয়াজ নিয়ে তৈরি হয় হুলুস্থুল। নিত্য প্রয়োজনীয় এই পন্যটি কিনতে ক্রেতাদের এমন তোড়জোড়ের দৃশ্য অবশ্য গত বছরও দেখা গিয়েছিল।
শুধু পেঁয়াজই নয়, করোনভাইরাস মহামারির শুরুর দিকে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ জীবাণুনাশক নানা পন্য ক্রয়ের জন্যও বিশ্বের বিভিন্ন দেশে দেখা যায় এমন হুলস্থুল।
প্রায়ই মানুষের মধ্যে গণহারে কোনও পন্য কেনার এমন প্রবণতাকে বলা হয় প্যানিক বাইং।