![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fodhikar-20200922100201.jpg)
বাসযোগ্য দেশ গড়তে বৃক্ষরোপণের বিকল্প নেই
পরিবেশ বাঁচাতে চাই বৃক্ষরোপণ, বৃক্ষ পরম বন্ধু, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অপরিসীম, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণ অপরিহার্য। পৃথিবীর সকল কিছুর বিকল্প আছে কিন্তু বৃক্ষের বিকল্প আছে কি না একবার ভেবে দেখছেন কি? বৃক্ষের বিকল্প কি তৈরি করছে বা তৈরি হয়েছে? হয়নি আর হবেও না। আমাদের বাড়ি করা দরকার, জায়গা সংকট পাশের গাছটি নির্বিচারে কেটে ফেলছি। বাড়ি বড় করছি কিন্তু বাড়িতে আলো-বাতাস আসবে কি না, বাসযোগ্য হবে কি না তা কিন্তু ভাবি না। এভাবেই পাল্টে যাচ্ছে বাংলাদেশের চিরসবুজ চেহারা।
- ট্যাগ:
- মতামত
- বৃক্ষরোপণ
- বাসযোগ্য শহর