খড়ের চাল থেকে দালান কোঠা!
দেশের শেষ ভূখণ্ড থেকে ঢিল ছোড়া দূরে বেরং হয়ে দাঁড়িয়ে ইংরাজি ‘এল’ আকৃতির ঢাউস যে বাড়িটা, তার বারান্দা থেকেই স্পষ্ট দেখা যায় বাংলাদেশের তালপাটি গ্রাম। সীমান্তের মধুবোনা গ্রামের মইনুল মণ্ডলের ওই ভিটে থেকে হাঁটা পথে পড়শি দেশের কুষ্টিয়া জেলায় পা রাখতে বড়জোর মিনিট পনেরো লাগে। এনআইএ-র দাবি— আর আধ-ঘণ্টাটাক দেরি হলে হেঁটে নিশ্চিন্তেই সীমান্ত পেরিয়ে যেত মইনুল।