নেদারল্যান্ডস সফরের অভিজ্ঞতায় কুয়াকাটার সৌন্দর্য রক্ষার পরিকল্পনা
পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতজুড়ে এখন শুধু ভাঙনের খেলা। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উত্তাল ঢেউ একে একে নিশ্চিহ্ন করে দিচ্ছে পর্যটকদের আকর্ষণীয় স্পটগুলো। সৌন্দর্য হারাতে বসেছে সাগরকন্যা কুয়াকাটা। অব্যাহত ভাঙন থেকে কুয়াকাটা সৈকত রক্ষার পরিকল্পনা নিয়েছে পানিসম্পদ মন্ত্রণালয়। পরিকল্পনা অনুযায়ী নেদারল্যান্ডসের সমুদ্রসৈকতের আদলে গড়ে উঠবে কুয়াকাটা সমুদ্রসৈকত। সৈকতের ক্ষয় ও ভাঙন রোধে ব্যবহার করা হবে নেদারল্যান্ডসের টেকসই প্রযুক্তি।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কলাপাড়া কার্যালয় সূত্র জানায়, কুয়াকাটা সমুদ্রসৈকতকে ভাঙন থেকে রক্ষা করে সৌন্দর্য বাড়াতে দুই বছর আগে পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল নেদারল্যান্ডস সফর করেছেন। সেই সফরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে ওই দেশ যেভাবে সমুদ্রসৈকত রক্ষা করছে, যেসব প্রযুক্তি ও পদক্ষেপ বাস্তবায়ন করেছে, সেসব প্রযুক্তি ও পদক্ষেপ এখানে বাস্তবায়ন করতে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রতিনিধিদল নেদারল্যান্ডস থেকে ফিরে এসে সেই অনুযায়ী সমীক্ষা শেষ করেছে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.