![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fd63dbaad-84c3-40ac-b7e1-db17bb40d821%252FMosque.jpg%3Foverlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
গ্রেপ্তারের পর বিদ্যুতের মিস্ত্রি দুই দিনের রিমান্ডে
নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় গ্রেপ্তার বিদ্যুতের এক মিস্ত্রিকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। আজ রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানানো হলে শুনানি শেষে তাঁর দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।