অ্যাপের বাইরে ভাড়ায় গেলেই বিপদ!

ঢাকা টাইমস রামপুরা থানা প্রকাশিত: ২০ সেপ্টেম্বর ২০২০, ০৯:০৬

রাজধানী ঢাকায় চলাচলরত অ্যাপভিত্তিক রাইডারদের একটি অংশ বিভিন্ন সময়ে অ্যাপের বাইরে যাত্রী পরিবহন করে থাকে। একটু বাড়তি আয়ের আশায় অ্যাপের নির্ধারিত ভাড়ার বাইরে তারা এ পথে ঝুঁকে থাকেন। অ্যাপভিত্তিক রাইডারদের এই সুযোগটি কাজে লাগাচ্ছে একটি চক্র।

অ্যাপের বাইরে সরাসরি কন্ট্রাক্টের মাধ্যমে যাত্রীবেশে গাড়িতে করে নিজেদের পূর্ব নির্ধারিত পথে নিয়ে যায়। এরপর সুবিধাজনক স্থানে নিয়ে চালকের কাছ থেকে গাড়ি ছিনিয়ে নেওয়া হয়। অনেক সময় চালকের প্রাণহানির ঘটনাও ঘটছে। এরপর সীমান্ত এলাকায় নিয়ে গাড়ির নম্বর প্লেট পরিবর্তন করে ভারতীয় চোরাই গাড়ি হিসেবে দেখিয়ে কাস্টম কর্মকর্তার স্বাক্ষর নকল করে নিলামের জাল কাগজ বানিয়ে অন্য কারো কাছে বিক্রি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও