![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-78207847/pic.jpg)
চেয়েছিল ছেলে, জন্ম দিয়েই ১ মাসের মেয়েকে খুন করল মা!
কন্যাসন্তান চাই না, চাই ছেলে। এই মানসিকতা থেকে এখনও দেশের বিশাল অংশের মানু। বেরোতে পারেননি। কোনওদিন পারবেন কিনা তা নিয়েও সন্দেহ রয়েছে। সরকারের তরফে নানা ধরনের ক্যাম্পেন-প্রচার চালানোর পরও কন্যাসন্তানকে মেরে ফেলার ঘটনা বন্ধ করা যাচ্ছে না। মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ফের একবার এমন ভয়ংকর ঘটনা ঘটেছে। অভিযোগ, ছেলের আশায় সন্তানের জন্ম দিয়েছিলেন এক মা। মেয়ের জন্ম হওয়ার একমাসের সদ্যোজাতকে খুন করেছেন তিনি।
অভিযুক্তের নাম সরিতা, এক মাস আগেই মেয়ের জন্ম দিয়েছিলেন তিনি। ভোপালের খেজুরি গ্রামে ঘটেছে এমন ঘটনা। সদ্যোজাত কন্যাসন্তানের মৃত্যুর ঘটনার তদন্ত করতে গিয়েই এই আসল ঘটনা সামনে আসে। একটি জলের ড্রামে ওই শিশুর দেহ উদ্ধার করেছিল পুলিশ। টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, পুলিশ ২৫ বছরের ওই মহিলার বিরুদ্ধে সুয়োমোটো মামলা দায়ের করেছে। খুনের মামলা রুজু করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, মহিলা ছেলে সন্তান চেয়েছিলেন, কিন্তু মেয়ের জন্ম হওয়ার পরেই তাকে খুন করেন তিনি। সন্তানের জন্মের পর থেকেই একেবারে খুশি ছিলেন না তিনি, ঘৃণা করতেন সন্তানকে।