রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই ও এপিএস মরহুম বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আবদুল হাইয়ের কুলখানি শনিবার (১৯ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত ১৭ জুলাই করোনা উপসর্গ নিয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) দুই সপ্তাহব্যাপী চিকিৎসাধীন থেকে মারা যান তিনি। মরহুমের রুহের মাগফিরাত কামনায় রাষ্ট্রপতির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কামালপুরের বাসভবন সংলগ্ন মাঠে পবিত্র কোরআন পাঠ, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি ছাড়াও পরিবারের সব সদস্য ও পরিজনসহ মসজিদের ইমাম, আলেম ওলামায়ে কেরাম, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, জেলা ও উপজেলা প্রশাসন কর্মকর্তা, শ্রম ও পেশাজীবী এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষ অংশ নেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.