![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Fc85ceaa3-f008-4b3e-8614-3a93496e7b6f%252Fprothomalo_import_media_2020_03_21_e18672e783e6513a91cb10f27cba56df_5e762df35a6ea.jpg%3Frect%3D0%252C12%252C640%252C336%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
নওগাঁয় মোটা চাল উধাও
নওগাঁর চালের মোকাম ও খুচরা বাজার থেকে মোটা চাল অনেকটা উধাও হয়ে গেছে। কিছু দোকান ও আড়তে মিললেও পাইকারিতে তা ৪০–৪১ টাকা এবং খুচরায় ৪৩ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ বোরো মৌসুমের শুরুতে দেশের অন্যতম এই মোকামে প্রতি কেজি মোটা চাল পাইকারিতে ৩৬–৩৭ টাকা ও খুচরায় ৩৮ টাকা দরে বিক্রি হয়েছে।
তবে শুধু মোটা চালই নয়, সব ধরনের চালের দামই গত বছরের চেয়ে অনেক বেড়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন শ্রমজীবী মানুষসহ স্বল্প আয়ের পরিবারগুলো।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- উধাও
- মোটা চাল