![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2020%2F09%2F19%2Fsalman_samira_f.jpg%3Fitok%3DLjr9EydT)
আমার জন্মদিনে ইমন বেশি আয়োজন করত : সামিরা
এনটিভি
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৫
বেঁচে থাকলে আজ ৪৯ বছরে পা রাখতেন ঢাকাই সিনেমার অমর নায়ক সালমান শাহ। বেঁচে থাকলে হয়তো আজ এই করোনাকালেও আয়োজন থাকত ইস্কাটনের বাসায়, এফডিসিসহ দেশজুড়ে। ভক্তরা হয়তো কেক কাটত মহল্লায় মহল্লায়।
তবে এই ‘হয়তো’ ভেবে তো আর জীবন চলে না। তাই সালমান শাহ বেঁচে থাকতে কীভাবে নিজের জন্মদিন পালন করতেন, তা জানার চেষ্টা করেছে এনটিভি অনলাইন। ২৫ বছরের জীবনে সালমান শাহর পাঁচটি জন্মদিন কেটেছে স্ত্রী সামিরা হকের সঙ্গে।