কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

যুক্তরাষ্ট্রের নির্বাচন: ইসলামভীতি ছড়ানোতে কেউ পিছিয়ে নেই

প্রথম আলো আমেরিকা / যুক্তরাষ্ট্র নাজিয়া কাজী প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫০

বারাক ওবামা ২০০৮ সালে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর অনেকেই আশা করেছিলেন, তাঁর জয়ের পর বুশ প্রশাসনের ইসলামোফোবিয়া বা ইসলামভীতি নীতি থেকে যুক্তরাষ্ট্র প্রশাসন সরে আসবে। কিন্তু দেখা গেল মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধ জিইয়ে রাখা, মুসলমানদের ওপর অতিমাত্রায় নজরদারি করা এবং তাদের অভিবাসন দেওয়ার ক্ষেত্রে কড়াকড়ি নীতি অনুসরণ করা—এসব নীতি থেকে ওবামা সরে আসেননি। বরং তাঁর সরকারকে ইসলামভীতি ছড়ানোয় বেশি আগ্রহী দেখা গেছে।

ওবামা সরকার ইউএস প্যাট্রিয়ট অ্যাক্ট নবায়ন ও সম্প্রসারণ করেছিল। ইরাক যুদ্ধের সময় মার্কিন বাহিনীর বিমান থেকে ফেলা বোমায় নিহত বেসামরিক নারী ও শিশুদের পর্যন্ত ওবামা ‘শত্রু যোদ্ধা’ হিসেবে চিহ্নিত করেছিলেন। ওবামা যুক্তরাষ্ট্রে ‘কাউন্টারিং ভায়োলেন্ট এক্সট্রিমিজম’ শীর্ষক যে উগ্রপন্থী মোকাবিলা প্রকল্প হাতে নিয়েছিলেন, সেটি আদতে সাধারণ মুসলমানদের দৈনন্দিন জীবনযাপনের ওপর ‘কোমল নজরদারি’ প্রকল্প ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও