'লজ্জা হওয়া উচিত, অর্থই ওঁর কাছে সব!' Oppo-র সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে নেটিজেনের রোষানলে ধোনি
প্রায় ১৪ মাস পরে মাঠে নামছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগেই বড়সড় বিতর্কে নাম জড়াল মাহির। সম্প্রতি চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থা Oppo-র সঙ্গে যুক্ত হয়েছেন ধোনি। আর তা নিয়েই ধোনি-কে সোশ্যাল মিডিয়ায় বিস্তর আক্রমণ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, চিনের সঙ্গে ভারতের সম্পর্ক যখন চরম তিক্ততার পর্যায়ে, তখনই ধোনি এমনতর চুক্তি করে বসলেন?
নেটপাড়ার মানুষজনের সবথেকে বিস্ময়ের কারণ হয়ে উঠেছে, ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে যুক্ত থাকার পরও কী করে চিনা স্মার্টফোন প্রস্তুতকারক সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ধোনি। আর সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ধোনির নামে নিন্দাও করেছেন নেটিজেনের একটা বিরাট অংশ। যদিও ধোনি এখনও অবধি এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
We use cookies to ensure you get the best experience on our website.