You have reached your daily news limit

Please log in to continue


ছয় মাস পর খুলল পাহাড়পুর বৌদ্ধবিহার

নওগাঁর বদলগাছীতে করোনার সংক্রমণ রোধে দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর গত বুধবার প্রতœতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘর খুলে দিয়েছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন পর পাহাড়পুর জাদুঘর খুলে দেয়ায় দর্শনার্থী, ব্যবসায়ী ও স্থানীয়রা খুশি হয়েছেন। শুক্রবার ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে দেখা গেছে, পাহাড়পুর বৌদ্ধবিহারের টিকিট কাউন্টার খোলার পর কর্মকর্তা, কর্মচারী, নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ-আনসার ব্যাটালিয়ন সদস্য, ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। প্রথম ভাগে অল্পসংখ্যক দর্শনার্থী এসেছেন। তাঁরা কাউন্টারে গিয়ে টিকিট সংগ্রহ করে বৌদ্ধবিহারের ভেতরে প্রবেশ করছেন। দোকানপাটগুলোতে বেড়েছে বেচাকেনা। বৌদ্ধবিহারের ভেতরে ঢুকে দেখা যায়, শ্রমিকেরা বাগান পরিচর্যা ও রাস্তাঘাট পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন। বেশকিছু দর্শনার্থী ঘুরে বেড়াচ্ছেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন