আইপিএলে বারবার ‘স্যালুট’ দিতে চান ক্যারিবীয় পেসার
অভিজ্ঞ ক্রিস গেইল থেকে শুরু করে হালের শিমরন হেটমায়ার- ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার মানেই ভরপুর বিনোদনের কেন্দ্র। খেলাটিকে মন ভরে উপভোগ করার উৎকৃষ্ট উদাহরণ ক্যারিবীয় ক্রিকেটাররা। নিজেরা যেমন উপভোগ করেন, তেমনি নির্মল বিনোদন জোগান সবার মনে।
তা করতে গিয়ে ক্রিকেট মাঠে মজাদার সব কাণ্ড ঘটান ক্যারিবীয় ক্রিকেটাররা। যেমন মিডিয়াম পেসার কেসরিক উইলিয়ামস উইকেট পেলেই পকেট থেকে নোটবুক বের করে সেখানে ব্যাটসম্যানের নাম লিখে রাখারর মতো করে উদযাপন করে থাকেন। তেমনি ভিন্নধর্মী আরেক উদযাপন করে থাকেন বাঁহাতি পেসার শেলডন কটরেল।