বাকশালের অর্থনীতি ছাড়া জাতির মুক্তি হবে না: আ ক ম মোজাম্মেল
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আন্দোলনের অন্যতম উদ্দেশ্য মানুষের অর্থনৈতিক মুক্তি ছিল বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘বাকশালের কর্মসূচি ছিল মানুষের অর্থনৈতিক মুক্তি। এটা আমরা যেদিন বাস্তবায়ন করতে পারবো, সেদিন ওই মানুষেরা প্রকৃত অর্থনৈতিক মুক্তি লাভ করবে।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জনতার প্রত্যাশা নামের একটি সংগঠন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এবং অ্যাড. সাহারা খাতুনের স্মরণসভা আয়োজন করে। তাতে অংশ নিয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রী এসব কথা বলেন।