![](https://media.priyo.com/img/500x/https://cdn.banglatribune.com/contents/cache/images/600x315x1xxxxx1/uploads/media/2020/09/18/216338238eecca5991ea8bffd93f8b95-5f6485019e75b.jpg?jadewits_media_id=689148)
দুই নদীকে ঘিরে ত্রাসের রাজত্ব ছিল ‘গাংচিল বাহিনী’র
সাভারের আমিনবাজার এলাকার দুর্ধর্ষ গাংচিল বাহিনীর প্রধান সালাউদ্দিন ওরফে এমপি সালাউদ্দিনকে অস্ত্র ও মাদকসহ গ্রেফতার করছে র্যাব-৪। তার দুই সহযোগীকেও গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বেলা পৌনে ২টার দিকে আমিনবাজারের সালেহপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা কথা জানায় র্যাব।
গ্রেফতাদের পর প্রাথমিক জিজ্ঞসাবাদের তারা জানিয়েছে, কীভাবে তুরাগ ও বুড়িগঙ্গা নদী ও নদী তীরবর্তী এলাকাকে ঘিরে তারা ত্রাসের রাজত্ব তৈরি করেছিল।এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৪ জানায়, গ্রেফতারের সময় সালঅউদ্দিনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি, ১৯০ গ্রাম হেরোইন, ৫০০ পিস ইয়াবা এবং দেশীয় অস্ত্রসহ জব্দ করা হয়।