বাইডেনকে নিয়ে ফেক ভিডিও প্রচার ট্রাম্পের
এ বার ফেক ভিডিও প্রচারের অভিযোগ উঠল মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের একটি ভিডিও সম্প্রতি রিটুইট করেছেন তিনি। সঙ্গে সঙ্গেই বাইডেন শিবির জানায়, ভিডিওটি ভুয়া। শেষ পর্যন্ত টুইটারও স্বীকার করে নেয় যে, ট্রাম্প যে ভিডিও শেয়ার করেছেন, তা ফেক। টুইটার ভিডিওটিকে 'ম্যানিপুলেটেড মিডিয়া' বলে লেবেল করেছে।
ট্রাম্প যে ভিডিওটি শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, বাইডেন কোনও এক সভায় বক্তৃতা করতে উঠে পকেট থেকে ফোন বার করছেন। তারপর একটি গান চালাচ্ছেন। গানটি এনডাব্লিউএ বলে একটি দলের গাওয়া। ফ্লোরিডায় জর্জ ফ্লয়েড হত্যার প্রতিবাদের সময় তারা এই গানটি গেয়েছিল। সেই গানটিতে পুলিশের বিরুদ্ধে বেশ কিছু 'অশ্লীল' বক্তব্য আছে। ভিডিওতে দেখা যাচ্ছে, বাইডেন সেই গানটি চালিয়ে সকলকে শোনাচ্ছেন এবং নিজেও গানের ছন্দে ছন্দে সামান্য নাচছেন।