কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মিনিটে তাঁর জন্য খরচ প্রায় ১৫ লাখ টাকা

প্রথম আলো রিয়াল মাদ্রিদ ক্লাব প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০১

স্বস্তির নিশ্বাস ফেলছে রিয়াল মাদ্রিদ? সে তো বটেই। দলবদলের খবরাখবর দেওয়ায় খ্যাতি কুড়ানো ইতালিয়ান সংবাদকর্মী ফাব্রিজিও রোমানো খবরটা দিয়েছেন। টটেনহাম হটস্পার্সে ফেরার খুব কাছে পৌঁছে গেছেন বেল। রোমানোর ভাষায়, টটেনহামে ধারে ফেরার খবরটি ইতিমধ্যেই রিয়াল সতীর্থদের জানিয়েছেন ওয়েলশ তারকা। তবে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দুই পক্ষ। তবু ‘গলার কাঁটা’ একটু একটু করে বেরিয়ে আসায় স্বস্তির নিশ্বাস ফেলতেই পারে রিয়াল।

গলার কাঁটা? তা নয় তো কী! রিয়ালে বেলের জায়গা নেই—তা গত মৌসুমেই পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন কোচ জিনেদিন জিদান। বেল নিজেও থাকতে চান না মাদ্রিদের ক্লাবটিতে। তবে রিয়াল তাঁকে বিনা পয়সায় বেচতে রাজি নয়। হাজার হোক, এক সময় তো তাঁকে খরচের রেকর্ড গড়েই রিয়ালে এনেছিলেন রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। কিন্তু প্রায় এক মৌসুম বেঞ্চেই বসিয়ে রাখার পর টনক নড়েছে পেরেজের। এখন বেলকে কোনোভাবে ছেড়ে দিতে পারলেই বাঁচে রিয়াল। বেঞ্চে বসিয়ে বেতন দিয়ে পুষে রাখার তো কোনো মানে নেই।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও