রাজশাহীতে সরকারি খরচে ১৩ কারাবন্দীর আইনজীবী নিয়োগের নির্দেশ

প্রথম আলো রাজশাহী প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ২১:০১

অর্থাভাবে আইনজীবী নিয়োগ করতে পারেননি, রাজশাহী কেন্দ্রীয় কারাগারে থাকা এমন ১৩ জন কারাবন্দীর পক্ষে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কারাগার পরিদর্শনের সময় এ নির্দেশ দেন জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মীর শফিকুল আলম।

বিকেলে জেলকোড বিধি-৫৫ মোতাবেক নিয়মিত তদারকি কার্যক্রমের অংশ হিসেবে কারাগার পরিদর্শন করতে যান মীর শফিকুল আলম। তখন কারাবন্দীদের বিভিন্ন সমস্যা শোনার সময় ১৩ জন কারাবন্দী জানান, তাঁদের পক্ষে নিযুক্ত আইনজীবী নেই। তখন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা (সিনিয়র সহকারী জজ) লুনা ফেরদৌসকে সরকারি খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেন মীর শফিকুল আলম। এ ছাড়া পরিদর্শনের সময় তিনি কারাগারের বিভিন্ন কার্যক্রম, খাবারের মান ও কারা অভ্যন্তরে বন্দী কয়েদিদের সুবিধা-অসুবিধার খোঁজখবর নেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও