![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252Ff59af6b6-7668-4339-be67-cfeed3bd3256%252Feditorial_online____durniti_1.jpg%3Frect%3D0%252C90%252C4800%252C2520%26overlay%3Dprothomalo-bangla%252F2020-09%252F809b5f18-a26d-47a2-aa48-3dafe2ce0da8%252Fprothomalo_stamp.png%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26h%3D627%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
খাদ্য নিয়ন্ত্রকের বিরুদ্ধে চালের ডিওর জন্য টাকা নেওয়ার অভিযোগ
কোনো প্রকার টাকা নেওয়ার নিয়ম না থাকলেও পটুয়াখালীর বাউফলে খাদ্যবান্ধব কর্মসূচির চালের ডেলিভারি অর্ডার (ডিও) নিতে এক হাজার টাকা করে উৎকোচ দিতে হচ্ছে।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. সিদ্দিকুর রহমান প্রত্যেক ডিলারের কাছ থেকে এক হাজার টাকা করে উৎকোচ নিচ্ছেন বলে অভিযোগ ডিলারদের। এ ছাড়া প্রতি টন চালে শ্রমিক বাবদ দিতে হচ্ছে ২০০ টাকা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- উৎকোচ
- মো. সিদ্দিকুর রহমান