‘আমাদের সেনার টহলদারি রোখার শক্তি নেই কারও’, রাজ্যসভায় বললেন রাজনাথ

আনন্দবাজার (ভারত) সংসদ ভবন, ভারত প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১৭:৫৭

দীর্ঘ দিন ধরে প্রচলিত টহলদারির পথেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) নজরদারি চালিয়ে যাবে ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাজ্যসভায় এ কথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, ‘‘পৃথিবীর কোনও শক্তি ভারতীয় সেনার টহলদারিতে (পেট্রোলিং) বাধা দিতে পারবে না।’’

চিনের চুক্তিভঙ্গের কারণেই যে লাদাখ সীমান্তে সমস্যার সূত্রপাত, সে কথা এ দিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন রাজনাথ। তিনি বলেন, ‘‘এলএসি-র পুরনো পোস্টগুলিতে ভারতীয় সেনার টহলদারির পথে বাধা দিয়েছে চিনা ফৌজ। সেটাই সঙ্ঘাতের কারণ।’’ সেই সঙ্গে তাঁর আশ্বাস, ‘‘লাদাখে এলএসি বরাবর টহলদারির পদ্ধতিতে (পেট্রোলিং প্যাটার্ন) কোনও বদল হবে না।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও