‘আমাদের সেনার টহলদারি রোখার শক্তি নেই কারও’, রাজ্যসভায় বললেন রাজনাথ
দীর্ঘ দিন ধরে প্রচলিত টহলদারির পথেই লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় (এলএসি) নজরদারি চালিয়ে যাবে ভারতীয় সেনা। বৃহস্পতিবার রাজ্যসভায় এ কথা জানান প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, ‘‘পৃথিবীর কোনও শক্তি ভারতীয় সেনার টহলদারিতে (পেট্রোলিং) বাধা দিতে পারবে না।’’
চিনের চুক্তিভঙ্গের কারণেই যে লাদাখ সীমান্তে সমস্যার সূত্রপাত, সে কথা এ দিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন রাজনাথ। তিনি বলেন, ‘‘এলএসি-র পুরনো পোস্টগুলিতে ভারতীয় সেনার টহলদারির পথে বাধা দিয়েছে চিনা ফৌজ। সেটাই সঙ্ঘাতের কারণ।’’ সেই সঙ্গে তাঁর আশ্বাস, ‘‘লাদাখে এলএসি বরাবর টহলদারির পদ্ধতিতে (পেট্রোলিং প্যাটার্ন) কোনও বদল হবে না।’’