১০ হাজার ফুট উঁচুতে সুড়ঙ্গ সড়ক ‘অটল টানেল’
প্রথম আলো
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ১০:০২
১০ হাজার ফুট ওপরে এই মহাসড়ক সুড়ঙ্গ-‘অটল টানেল’। ভারতের হিমাচল প্রদেশের মানালি শহরকে লাদাখের লেহ শহরের সঙ্গে যুক্ত করেছে এটি। দুই শহরের মধ্যে ৪৬ কিলোমিটার দূরত্ব ঘুচিয়েছে এই সুড়ঙ্গ; যাতায়াতকারী মানুষের সময় সাশ্রয় হয়েছে চার ঘণ্টা। বলা হচ্ছে, এত উঁচুতে এটিই বিশ্বের সবচেয়ে বড় মহাসড়ক সুড়ঙ্গ (হাইওয়ে টানেল)।
- ট্যাগ:
- আন্তর্জাতিক