যেকোনো ব্যথা দূর করে হলুদ
ঢাকা টাইমস
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২০, ০৯:১৬
বর্তমানে ওষুধনির্ভর হয়ে পড়ছেন বেশিরভাগ মানুষ। যেকোনো ধরনের ব্যথা হলেই অনেক সময় চিকিৎসকের পরামর্শ ছাড়াই পেইনকিলার গ্রহণ করেন অনেকে। তবে পেইনকিলার ছাড়াও যেকোনো ব্যথা হলুদের মাধ্যমে নিরাময় সম্ভব। মার্কিন বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে যে পেইনকিলারের চেয়ে ভালো কাজ করে হলুদ। গবেষণা বলছে, যাদের মাইগ্রেনের সমস্যা রয়েছে, কিংবা দাঁতের ব্যথায় ভুগছেন৷ তাদের জন্য দারুণ কার্যকরী হলুদ৷
হৃদরোগের সমস্যা দূরে রাখতেও সাহায্য করে হলুদ৷ এমনকি ক্যানসার থেকে বাঁচতেও রোজ হলুদ খাওয়ার কথা বলেছেন চিকিৎসকরা৷ গবেষণায় এসেছে স্মৃতি শক্তি সতেজ রাখতেও সাহায্য করে হলুদ৷ ছোটো খাটো রোগ, স্মৃতিশক্তি, কাঁটাছেঁড়া, সব ব্যাপারেই হলুদ দারুণ কার্যকরী হয়ে ওঠে৷ কাঁচা হলুদও দারুণ উপকারি, আবার গুঁড়াও খুব কার্যকরী৷
- ট্যাগ:
- বাংলাদেশ
- হলুদ
- ব্যাথা কমানোর উপায়