নিতিন গডকরির করোনা, গেলেন আইসোলেশনে

এইসময় (ভারত) ভারত প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০, ২৩:৩৭

অমিত শাহ-সহ এরই মধ্যে কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ বার আর এক কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গডকরির শরীরে করোনার থাবা। বুধবার তাঁর কোভিড-১৯ টেস্ট রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বাড়িতেই রয়েছেন গডকরি।

গডকরি এদিন বলেন, 'গতকাল দুর্বল বোধ করায়, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করেছিলাম। চেকআপ করাতে গিয়ে আমার কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। সকলের আশীর্বাদ ও শুভেচ্ছায় বর্তমানে ভালোই আছি।' ট্যুইট বার্তায় তিনি জানান, তিনি এখন আইসোলেশনে রয়েছেন। এই ক'দিনে যাঁরা তাঁর কাছাকাছি এসেছেন, ভাইরাস সংক্রমণের আশঙ্কায়, কোভিড গাইডলাইন মেনে প্রত্যেককে কোভিড টেস্ট করিয়ে নিতে বলেন মন্ত্রী।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও