![](https://media.priyo.com/img/500x/https://fbshare.jugantor.com/fb_share?img=image-345447-1600264389.jpg)
বিচারের দাবিতে লাশ নিয়ে মানববন্ধন
যৌতুকের দাবিতে শ্বশুরবাড়িতে নির্যাতনে নিহত গৃহবধূ তাসমীম আক্তার মীম হত্যার বিচারের দাবিতে নিহতের মরদেহ সামনে রেখে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বুধবার (১৬ সেপ্টম্বর) সকাল সাড়ে ৯টায় কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুয়াদহ গ্রামে মিমের দাফনের আগে তার কফিন সামনে রেখে এ মানববন্ধন করা হয়।