You have reached your daily news limit

Please log in to continue


ঢাকায় পুরো একটি ১১তলা ভবনই গায়েব

রাজধানী ভাটারার পশ্চিম ঢালী বাড়ী এলাকায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ১১তলা একটি ভবন। এই ভবনটির প্রত্যেকটি ফ্ল্যাটেই রয়েছে মানুষের বসবাস। এমনকি রেজেস্ট্রেশনও করে ফেলেছেন ফ্ল্যাটগুলোর মালিকরা। কিন্তু কাগজে কলমে ভবনটির নেই কোনো অস্তিত্ব। এতে যেন কাগজে-কলমে গায়েব হয়ে গেলো সাত বছর ধরে বসবাস করা পুরো ১১তলা ভবনটিই। অনুসন্ধানে দেখা যায়, ১১তলা এই ভবনটির নির্মাণ কাজ শেষ হয় ২০১৩ সালে। আর ২০০৫ সালে ২৬ শতাংশ জমিতে ভবন নির্মাণের অনুমোদন নেয়া হয়। কিন্তু মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা ১১তলা এই ভবনটিকে দেখানো হচ্ছে নাল অর্থাৎ সমতল ২ বা ৩ ফসলি আবাদি জমি হিসেবে, সম্পন্ন হয়েছে রেজিস্ট্রেশনও। জানা গেছে, সরকার নির্ধারিত ফি ফাঁকি দিতে সাব রেজিস্ট্রি অফিসের যোগসাজশেই অবৈধ এ কাজটি করা হয়েছে। ভবনটির আশপাশে বসবাসকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০১৩ সালে ভবনটি নির্মাণ শেষে বেশ কিছু ফ্ল্যাটের রেজিস্ট্রেশন দেয়া হয়। ২০১৫ সালে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন নিয়েছেন আব্দুর রহমান। সেই একই ব্যক্তি সরকারি কর ফাঁকি দিতে ২০২০ সালে জমিটিকে নাল জমি হিসেবে নিজের নামে রেজিস্ট্রেশন করেন।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন