সহিদের মামলার পূর্ণাঙ্গ শুনানি হচ্ছে কুয়েতে

প্রথম আলো কুয়েত প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২০, ১৪:৪৫

মানব ও অবৈধ মুদ্রা পাচারের অভিযোগে কুয়েতে গ্রেপ্তার বাংলাদেশের সাংসদ মোহাম্মদ সহিদ ইসলামের (পাপুল) বিরুদ্ধে মামলার শুনানি আগামী বৃহস্পতিবার শুরু হচ্ছে। গ্রেপ্তারের ১০০ দিন পর তাঁর বিরুদ্ধে পূর্ণাঙ্গ শুনানি শুরু হতে যাচ্ছে। সহিদের মামলার সঙ্গে কুয়েতের দুই সাংসদ সাদাউন হামাদ ও সালাহ খুরশিদ, জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা মেজর জেনারেল শেখ মাজন আল-জারাহসহ মোট ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

বাংলাদেশের সাংসদ সহিদসহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অবৈধ মুদ্রা পাচারের পাশাপাশি রাষ্ট্রীয় নিরাপত্তার হুমকি, ঘুষ লেনদেনসহ নানা ধরনের অভিযোগ আনা হয়েছে। তাঁদের বিরুদ্ধে জোরালো প্রমাণ পাওয়ার বিষয়টি উল্লেখ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী তাঁদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন। গত ৬ জুন রাতে কুয়েতের বাসা থেকে গ্রেপ্তারের পর ১৪ জুন সহিদ ইসলামকে প্রথম কারাগারে পাঠানো হয়। এরপর গত মাসে পঞ্চমবারের মতো তাঁর কারাবাসের মেয়াদ এক মাস বাড়িয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও