![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fdaba-20200914185559.jpg)
অনলাইন ব্লিটস দাবায় রঞ্জন চ্যাম্পিয়ন
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৮:৫৫
উত্তরা সেন্ট্রাল চেস ক্লাব আয়োজিত ৬৮ তম ইউসিসিসি অনলাইন ব্লিটস দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন কাজী মাহবুব আফজাল রঞ্জন। ৯ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে সেরা হয়েছেন তিনি। সমান খেলায় ৭ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে লিমন লামো রানারআপ এবং ফিলিপাইনের রে ডাম্পালিয়া তৃতীয় হয়েছেন।