লবণ দিয়ে আর কি করা যায়?
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৪:১০
সাধারণত লবণকে আমরা রান্নার উপকরণ হিসেবেই ব্যবহার করে থাকি। কিন্তু আপনি কি জানেন যে লবণ কেবলমাত্র খাবার বা রান্নার ক্ষেত্রেই নয়, অন্যান্য অনেক কাজে ব্যবহৃত হয়? ফল তাজা রাখতে : আপনি কি জানেন যে লবণ ফল পচে যাওয়া আটকায়! ফলের খোসা ছাড়িয়ে রাখলে তা কালো হতে শুরু করে, তাই ফলের ওপর যদি কিছুটা লবণ ছড়িয়ে দেওয়া হয় তাহলে ফলগুলি দ্রুত নষ্ট হবে না এবং কালোও হবে না।
- ট্যাগ:
- লাইফ
- লবণের ব্যবহার