সোহেলকে নব্য জেএমবি হত্যা করেছে, দাবি সিটিটিসির
প্রথম আলো
কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)
প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:২৬
ময়মনসিংহের গফরগাঁওয়ের সিলাশী গ্রামের সোহেল রানাকে নব্য জেএমবির সদস্যরা হত্যা করেছেন বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গত বৃহস্পতিবার গ্রেপ্তার সংগঠনটির চার সদস্য এ হত্যা ঘটনার সঙ্গে যুক্ত বলে নিশ্চিত হয়েছে তারা। তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের অভিযোগ, এলাকা থেকে তুলে নেওয়ার ২৫ দিন পর গ্রেপ্তার দেখানো হয়েছে তাঁদের সন্তানদের।
গতকাল রোববার সোহেলের পরিচয় শনাক্তের সংবাদ প্রথম আলোতে প্রকাশ হওয়ার পর হত্যার তথ্য জানাল সিটিটিসি। বিশ্বব্যাপী জঙ্গিগোষ্ঠীর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী সাইট ইন্টেলিজেন্স গ্রুপ গত ১৬ আগস্ট সোহেল রানার দুটি ছবি প্রকাশ করে। ছবির শিরোনামে তারা লিখেছিল, ‘বাংলাদেশের রাজধানীর উত্তরে জাদুবিদ্যার চর্চাকারীকে আইএসের হত্যার প্রমাণাদি।’