জীবিত নজরুল নির্বাচন কমিশনের ওয়েবসাইটে মৃত!

বাংলাদেশ প্রতিদিন মেহেরপুর প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৬:০৮

মেহেরপুর গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের শিলিল পাড়ার নজরুল ইসলাম জীবিত থাকলেও সরকারী কাগজে তিনি মৃত। গাংনী উপজেলা নির্বাচন অফিস তাকে মৃত দেখিয়ে নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে তার সমস্ত তথ্য মুছে দিয়েছে। তবে এ তথ্য কিভাবে মুছলো বা তাকে কেন মৃত দেখানো হল তার কোন সদুত্তর দিতে পারেনি নির্বাচন আফিস।

নজরুল ইসলাম তেঁতুলবাড়িয়া ইউনিয়নের তেঁতুলবাড়িয়া গ্রামের শিলিল পাড়ার মৃত দিদার শিলিলের ছেলে। তার জাতীয় পরিচয়পত্র নং ৫৭১৪৭৯*****৯৪।

নজরুল ইসলাম জানান, তিনি ব্যক্তিগত কাজে ইউনিয়ন পরিষদে গেলে জানতে পারেন নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তিনি মৃত। তাই ভোটার তালিকা থেকে তার নামসহ সকল তথ্য অপসারণ করা হয়েছে। বিষয়টি যাচাই করতে নির্বাচন অফিসে গেলে ভোটার তালিকায় নাম নেই বলে নির্বাচন অফিস তা নিশ্চিত করে। পরে এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের প্রত্যায়ন নিয়ে তালিকা ভুক্ত করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেওয়ার জন্য গাংনী উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে গত ১০ সেপ্টেম্বর ২০২০ লিখিত আবেদন করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও