পাঁচ কারণে শিশুকে ঘরের কাজে উৎসাহ দেয়া জরুরি

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১৫:৩৮

ঘরে থাকা শিশুদের দিয়ে কাজ করানোর ব্যাপারে অনেকেই দ্বিমত প্রকাশ করেন। বিষয়টি বিতর্কিত হলেও শিশুদের ঘরের ছোট খাটো কাজে অভ্যস্ত করা জরুরি। যদিও অনেক বাবা-মা অনুভব করেন যে, শিশুদের শৈশব উপভোগ করা উচিত। অন্যদিকে কেউ কেউ মনে করেন, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ শেখার এটিই সঠিক বয়স।
বিশেষজ্ঞদের মতে, ঘরের কাজে শিশুদের সম্পৃক্ত করা আসলে একটি ভালো ধারণা। তাকে আপনার ঘরের কাজে সাহায্য করতে বলে আপনি ভুল করছেন তা কিন্তু নয়। অবশ্যই আপনি তাদের কঠিন কাজগুলো করাবেন না, তবে গাছে পানি দেয়া বা কাপড় ভাঁজ করার মতো ছোট ছোট কাজ করতে দেয়া মোটেও খারাপ কিছু নয়। এর অনেক দীর্ঘ এবং স্বল্প-মেয়াদী সুবিধা রয়েছে। এটি শিশুকে রুটিন মেনে চলতে, আত্মবিশ্বাস তৈরি করতে এবং পরিবারের সঙ্গে সম্পৃক্ত থাকতে সাহায্য করে।

তবে অবশ্যই বাবা-মার মনে রাখা জরুরি যে তারা শিশু। সুতরাং তারা কাজগুলো স্বাভাবিকভাবেই নিখুঁত হবে না। এর অর্থ এই নয় যে তাদের কাজ দেয়া বন্ধ করে দেবেন। বরং চেষ্টাটির প্রশংসা করুন এবং তাদের আরো ভালো করতে উৎসাহিত করুন। চলুন এবার জেনে নেয়া যাক কেন শিশুকে ঘরের কাজে উৎসাহ দেয়া জরুরি?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও