You have reached your daily news limit

Please log in to continue


রোগ নিরাময়ে ভেষজ পাথরকুচির অবিশ্বাস্য ঔষধি গুণ

আয়ুর্বেদ চিকিৎসা ৫০০০ বছরের পুরাতন। এ চিকিৎসা জ্ঞানের মাধ্যমে জীবের কল্যাণ সাধন হয়। গাছের পাতা, শেকড়, বাকল এসব দিয়ে দীর্ঘদিন চিকিৎসা হয়ে আসছে। তেমনই এক গাছের নাম পাথরকুচি। গ্রামীণ চিকিৎসায় এটির উপকারিতা বেশ। চিকিৎসা বিজ্ঞানীদেন মতে, পাথরকুচি পাতা কিডনি রোগসহ বিভিন্ন রোগের বিশেষ উপকারে আসে। একটি পাতা ভেঙে কয়েক টুকরা করে মাটিতে লাগিয়ে দিলেই হয়। রোগ প্রতিরোধে পাথরকুচি অতুলনীয়। পাথরকুচির পাতাকে বৈজ্ঞানিক জগতে ব্রায়োফিলাম পিন্যাটাম নামে ডাকা হয়। পাথরকুচির পাতা এতটাই ঔষধি গুণসম্পন্ন হওয়ায় একে “মিরাকল লিফ” ও বলা হয়। পাথরকুচির পাতায় প্রচুর পরিমাণে ওষধি গুণাগুণ রয়েছে। যা ব্যাধি নিরাময়ে বিশেষ ভূমিকা পালন করেন করে।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন