![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F9535542a-7b81-434b-b5df-3d11101f24d0%252Fc668caa0-013d-403e-b06c-533996b6feaa.jpg%3Frect%3D0%252C36%252C1600%252C840%26overlay%3D%26overlay_position%3Dbottom%26overlay_opacity%3D1%26overlay_width%3D100%26w%3D1200%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue)
মাংসের সঙ্গে পোলাও-খিচুড়ি
প্রথম আলো
প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২০, ০৯:০০
কোন খাবারের সঙ্গে কোন খাবার ভালো লাগে সেটা নির্ভর করে কোনো একজন ব্যক্তির পছন্দ অপছন্দের ওপর। তবে কিছু খাবার আছে, যেগুলোকে সবাই পছন্দ করেন একই রকমভাবে। মাংসের সঙ্গে পোলাও কিংবা খিচুড়ি সেরকম ভালোলাগার খাবার।
সাদা রঙের পোলাও কিংবা হলুদ রঙের খিচুড়ির ওপর যখন মাংসের ঘন ঝোল ঢেলে দেবেন, স্বাদ তখন নিজেই এসে ধরা দেবে আপনার প্লেটে।