You have reached your daily news limit

Please log in to continue


ভৈরবে ১৮৭ বোতল ফেনসিডিলসহ মাদক কারবারি আটক

ভৈরবে ১৮৭ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প। আটক ব্যক্তি পৌর শহরের কালিপুর বাদশার বিল দক্ষিণপাড়ার বাসিন্দা আরমান (২৮)। শনিবার ভোরে ভৈরব পৌর শহরে বাদশা বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একটি মাদক কারবারি চক্র নিয়মিত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি-খুচরা বিক্রি করে থাকে। এসব তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য ওই চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারি চালানো হয়। এরপর তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার এএসপি মোহাম্মদ বেলায়েত হোসাইনের নেতৃত্বে অভিযান চালানো হয়।
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন